আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ৬, ২০২৩, ৫:২৬ পি.এম
নাগেশ্বরী তে তরুনদের অনলাইন গেমিং ও জুয়া আসক্তি দিন দিন বাড়ছে

কুড়িগ্রামে তরুনদের অনলাইন গেমিং ও জুয়া আসক্তি থেকে বিরত রাখতে পুলিশের উদ্যোগ বিভিন্ন মিটিংয়ে, সাংবাদিক ও অভিভাবকদের অনুরোধ ও অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যার পর পড়াশুনা বাদ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের মাঠে বা অলিতে-গলিতে অনলাইন নেতিবাচক গেমিং ও জুয়ায় আসক্ত ১১৩ জন কিশোরকে বাবা মায়ের কাছে দিল কুড়িগ্রাম জেলা পুলিশ, সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার।
নেতিবাচক মোবাইল আসক্তি, অনলাইন গেমিং, জুয়া, লুডুসহ নানাবিধ নেতিবাচক কিশোর কার্যক্রমের বিরুদ্ধে প্রায়োগিক সচেতনতা সৃষ্টির লক্ষে সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসারদের সাথে নিয়ে সম্মিলিতভাবে সন্ধ্যার পরে পুরো কুড়িগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ফাকা মাঠ ও অলিতে গলিতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করে পুলিশ।
এরই পরিপেক্ষিতে কুড়িগ্রাম থানা টহল পার্টি ২১ জন, রাজারহাট থানার ৪২ জন, রাজিপুর থানা ১৭ জন, চিলমারী থানা ০৫ জন, ফুলবাড়ী থানা ১২ জন, উলিপুর থানা ০৪ জন, কচাকাটা থানা ০৬ জন, রৌমারী থানা ০৬ জনসহ মোট ১১৩ জন কিশোর ও তাদের সম্মানিত অভিভাবকদের থানায় ডেকে সচেতন করা হয় এবং প্রবেশন অফিসারের মাধ্যমে সকল কিশোরদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়।
সংশ্লিষ্ট থানায় উপস্থিত সকল সম্মানিত অভিভাবকবৃন্দ জেলা পুলিশের এই সচেতনতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে বারবার এরকম কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
এ সময় কয়েকজন অভিভাবক বলেন, গেমিং এর কারণে আজ সমাজ ধংশের পথে চলে গেছে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের বেশি সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha