মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার পোড়াদহ-হালসার মাঝামাঝি ১৬৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেকেন আলী পোড়াদহ গ্রামের হায়াত মণ্ডলের ছেলে। সেকেন আলী পেশায় কৃষক ছিলেন। তিনি পাটকাঠি বিক্রয়ের জন্য মাথায় নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে পোড়াদহ থেকে হালসার দিকে যাচ্ছিলেন।
পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, সকালে সেকেন আলী পাটকাঠি বিক্রির জন্য রেললাইন উপর দিয়ে হালসা বাজারের দিকে যাচ্ছিলেন। পোড়াদহ-হালসার মাঝামাঝি স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গার দর্শনাগামী ৬৬১০ নম্বর ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫