ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। রোমস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর ২০২৩ থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।এতে করে ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশীরা ই-পাসপোর্ট সেবার আওতায় আসবে।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার প্রবাসী বাংলাদেশীদের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে 'সবার জন্য ই-পাসপোর্ট' একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে। এরই ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বর ২০২৩ এ ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।
দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha