আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩, ২০২৩, ১০:১৭ পি.এম
শারীরিক প্রতিবন্ধী আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন শামীম হক

শারীরিক প্রতিবন্ধী পশ্চিম আলিপুর নিবাসী যুবক আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
তিনি আজ সোমবার রাতে ফরিদপুরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিবন্ধী আবু বকরকে হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় আবু বকরের মা শামীম হকের এই অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ।
উল্লেখ করা যেতে পারে শারীরিক প্রতিবন্ধী আবু বকর দীর্ঘ চার বছর যাবৎ কোন রকম কাজ করতে পারছেন না চলাচল করতে পারছেন না আর তখনই তার পাশে দাঁড়িয়েছেন শামীম হক। এ সময় তিনি আবু বকরকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha