আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশকাল : জুলাই ২, ২০২৩, ২:০২ পি.এম
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে নুরনেহার (৬৬) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
রবিবার (২ জুলাই) ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেহার ওই গ্রামের মোঃ তৈসুদ্দিনের স্ত্রী। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নুরনেহার দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। রবিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান নুরনেহার।
সকালে বাড়ির সবাই ঘুম থেকে উঠে দেখে বাসায় নেই। পরে বাসার পার্শ্ববর্তী আশরাফুল হক বিষুর আম বাগানে একটি আম গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নুরনেহারের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই নুরনেহার আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha