বতসঘর থেকে বের হতে পারছেনা, উঠানে বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে করেছে ওই ভূক্তভোগী পরিবার। উপজেলার বানা ইউনিয়নের দিঘলবানা গ্রামের আজগর মোল্লা ও সহোদয় মহিনউদ্দিন মোল্লা অভিযোগ করেন পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা আব্দুল বাশার শেখ ও আইয়ুব আলী শেখের বিরুদ্ধে।
জানা যায়, দিঘলবানা গ্রামের তিন সহোদয় আজগর মোল্লার, মিকাইল মোল্লা ও মহিউদ্দিন মোল্লা একই বাড়িতে বসবাস করতেন। তথ্য গোপন রেখে মিকাইল মোল্লা সহোদয়দের না জানিয়ে ১৬ শতাংশ জমি বিক্রি করেন একই গ্রামের মৃত্যু সরোয়ার শেখের ছেলে আব্দুল বাশার শেখের কাছে।
এ খবর জানার পরে ওই জমি ক্রয়ের জন্য আজগর মোল্লা ফরিদপুর আদালতে প্রিয়েমশন করেন। মাননীয় আদালত প্রিয়েমশন নিজের পক্ষে না আসায় মাননীয় আদালতের কাছে নাঞ্জুর করেন।
অভিযুক্ত আব্দুল বাশার শেখ ও আইয়ুব আলী তাদরে ক্রয় করা জমিতে দখল নিয়ে আজগর মোল্লার বসতঘরের সামনে উঠানের উপর বেড়া দিয়েছেন। এতে আজগর মোল্লার পরিবার নিয়ে বাড়ির বাহিরে যেতে কষ্ট হচ্ছে। পরিবারের সদস্য ও গবাদিপশু নিয়ে বসবাস করতে অসুবিধা হচ্ছে বলে জানান।
সরেজমিন গিয়ে দেখা যায়, তাদের বসতঘরের ছামনে বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে পরিবার ও গবাদিপশু নিয়ে তাদের চলাচল করতে কষ্ট হচ্ছে।
এ ঘটনা নিয়ে আব্দুল বাশার শেখের সাথে কথা বললে জানান, আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে বেড়া দিয়েছি।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, এটা তাদের পারিবারিক সমস্যা আমরা তাদের সময় দিয়েছি সমাধান করার জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha