কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাইক্রোবাসচাপায় আবীর হেসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর পৌরসভার যুগিপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে আবীর মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথে যুগিপোল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস আবিরের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবীর নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছের লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।