ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় ঠাকুরপুর গ্রামে ঈদ উপলক্ষে স্বজনদের নিয়ে ঘুরতে এলে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করাতে বখাটেদের হামলায় স্বীকার হয়ে আহত হয় উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের নুরুল শেখের ছেলে আরমান শেখ (২২), তার অন্তঃস্বত্তা স্ত্রী আছিয়া বেগম, এ ঘটনার আরো আহত হয়েছেন আমানউল্লাহ (১৫), রোজিনা (৩০), সাবিনা (২৫) সহ ০৭ জন।
জানা যায় উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের আরমান শেখ তার স্ত্রী, শ্যালক ও বোনদের নিয়ে ঘুরতে বেরিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে ঠাকুরপুর বাজারে পৌঁছালে ঐ গ্রামের মো. চুন্নু শেখের দুইছেলে মুস্তাফিজুর শেখ ও মাসুম শেখসহ ৭-৮ জন তাদের আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করলে আরমান শেখ প্রতিবাদ করায় তাকে ইট দিয়ে পিটিয়ে আহত করে বখাটেরা ।
এছাড়া তার সাথে থাকা তার স্ত্রী, শ্যালক, শালিকা ও বোনদের ও পিটিয়ে আহত করে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আরমান শেখের বাবা মো. নুরুল শেখ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
প্রিন্ট