আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ২:৫৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ১, ২০২৩, ৫:৩৯ পি.এম
নলছিটিতে বিদুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষক নিহত

ঝালকাঠির নলছিটিতে বিদুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মো. জামাল হোসেন হাওলাদার(৪০) নামের একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিন ডেবরা এলাকার বাসিন্দা। শনিবার(১জুলাই) সকাল এগারোটার দিকে তার নিজ বাড়ীতে বিদুৎতের তারে জড়িয়ে মৃত্যুবরন করেন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে তিনি তার নিজ বসতঘরে বিদুৎ নিয়ে কাজ করার সময় একটি তার ছিঁটকে তার গায়ের উপর পড়লে সে বিদুৎতায়িত হয়। পরে পরিবারের লোকজন বাসার মেইনসুইচ অফ করে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মাওলানা মো. জামাল হোসেন হাওলাদার স্থানীয় চৌদ্দবুড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার পিতার নাম মৃত- মো.রজ্জব আলী হাওলাদার।নিহত জামাল হোসেনের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী সন্তানসম্ভবা বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, খবর পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে । তার পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha