চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে আবারও অজগর ছানার জন্ম হয়েছে।
হাতে তৈরি ইনকিউবেটরে প্রায় দুই মাস ডিম সংরক্ষণের পর ১৬টি অজগর ছানার জন্ম হয়েছে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেণ, “ডিমগুলো খাঁচায় থাকলে নষ্ট হয়ে যাবে, সেটি চিন্তা করে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে হাতে তৈরি ইনকিউবিটরে সংরক্ষণ করে বাচ্চা ফোটানো হয়েছিল।
“প্রথমবার সফলতা পাওয়ায় পরের চতুর্থবারের মতো একই কায়দায় অজগর ছানারগুলোর জন্ম দেওয়া হয়েছে।”
শুভ জানান, এবার ২২টি ডিম গত ১৯ এপ্রিল ইনকিউবেটরে রাখা হয়। ৬০-৬৫ দিন পর সেগুলো থেকে ১৬টি ছানার জন্ম হয়েছে।
জন্ম নেয়া অজগর ছানাগুলো আগামী ১৫ দিন পর চামড়া বদল করবে। এরপর ধীরে ধীরে খাবার দেওয়া হবে। তারপর আরও কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছানাগুলো জেলা প্রশাসকের অনুমতি নিয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
২০১৯ সালে ইনকিউবেটরে প্রথমবার পরীক্ষামূলকভাবে ২৫টি, পরের বছর ২৮টি অজগর ছানার জন্ম হয়। আর গতবছর জন্ম নিয়েছিল ১১টি অজগর ছানা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha