আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশকাল : জুন ৩০, ২০২৩, ৫:১৭ পি.এম
ঈদের দিন দাওয়াত খেতে এসে ধর্ষণের শিকার!

রাঙামাটির লংগদুতে ঈদের দাওয়াত খেতে এসে এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।এ ঘটনায় আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়াকে (২৩) আসামি করে লংগদু থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
লংগদু থানা সূত্রে জানা যায়, ঈদের দিন পূর্বপরিচয়ের সূত্র ধরে উপজেলার ডানে আটারকছড়া গ্রামে ছিদ্দিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন ওই নারীসহ তার দুই স্বজন।
নিমন্ত্রণ খাওয়া শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ধর্ষণের শিকার হন ওই নারী। পরে শুক্রবার (৩০ জুন) সকালে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমরা আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha