কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা ফারাকপুর চরদামুকিদয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এত আগে বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ হারুন অর রশিদ হারুন। নামাজ শেষে খুতবা পরান হাফেজ মাওলানা আহমাদ শরীফ।
প্রায় ১৫০০ মুসল্লির উপস্থিতিতে আশপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে এই ঈদের জামাতটি অত্র এলাকার সবচেয়ে বড় জামাত বলে জানান স্থানীয় মুসিল্লিগণ।
ঈদের নামাজে অংশ গ্রহন করেন পৌরসভার মেয়র,ইউনিয়নের চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিক বৃন্দ, সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানাসহ. গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। খুতবা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তষ্টির আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসরমানরা। ত্যাগের মাধ্যমে আনন্দ’ এই বিশ্বাসে মুসলমানরা আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ আল্লাহর নামে কোরবানি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha