আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৮:৪৪ পি.এম || প্রকাশকাল : জুন ২৮, ২০২৩, ১১:৩৭ এ.এম
মাগুরায় বিএনপির মনোয়ার খানের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সাক্ষাতঃ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা ও হামলা
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজারে বিএনপির নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া, বাধা ও হামলা চালিয়ে রণক্ষেত্রের সৃষ্টি হয়।
মঙ্গলবার ২৭ জুন অনুমান বিকাল ৫.৩০ সময় হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান নেতাকর্মীদের সাথে বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। এরপর আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে হামলা করতে বেআইনী ভাবে জমায়েত হয়। বিএনপির নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে মনোয়ার খান তাদেরকে প্রতিহত করে।
মনোয়ার খান বাজার ত্যাগ করলে আওয়ামী সন্ত্রাসীরা ইছাখাদা বাজারে মাগুরা সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রনি আহমেদের দোকান ভাঙচুর করে।
এছাড়াও একই ইউনিয়নের আলমখালী বাজারে বিএনপি নেতাদের কয়েকটি দোকান ভাঙচুর করে এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলী আজম কে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে এবং মাগুরা সদর থানা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক তাহাজ্জদ হোসেন ও হাজরাপুর ইউনিয়ন কৃষকদল নেতা বিল্লাল হোসেন কে ধাওয়া দেয়।
মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাজনের ব্যবসা প্রতিষ্ঠানে মনোয়ার হোসেন খানের আগমনের তথ্য পেয়ে ডিবি পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এবং অবরুদ্ধ করে রাখে।
বিশ্লেষকদের মতে বাংলাদেশের যে কর্তৃত্ব বাদী সরকার দুঃশাসন চালিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ, এমতাবস্থায় নিরপেক্ষ আগামী জাতীয় নির্বাচন হওয়া খুব দুর্রহ ব্যাপার ও অসম্ভব ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha