রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এখন থেকে প্রতিদিন বসবে কৃষকের বাজার। এতদিন অস্থায়ী অবকাঠামোতে শুক্র ও শনিবার বেচাকেনা হতো। সোমবার কৃষকের বাজারের স্থায়ী অবকাঠামো উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে কৃষকের বাজার তৈরি হয়েছে। এ অবকাঠামো তৈরিতে অর্থায়ন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। বাজারে দোকান সংখ্যা ৩৪টি। উদ্বোধনের পর নরসিংদীর বেলাবো, মানিকগঞ্জের সিংড়া, সভারসহ ঢাকার আশপাশের তালিকাভুক্ত কৃষকরা সবজি বিক্রি শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha