আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:২৭ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৮, ২০২১, ৭:২১ পি.এম
নড়াইলে হরতালের প্রতিবাদে ছাত্রলীগের মিছিল- সমাবেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল- সন্ধ্যা হরতালের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮মার্চ) দুপুরে ছাত্রলীগ-যুবলীগের আয়োজনে রুপগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুচিরপোল এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে প্রজন্ম চত্ত্বরে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সদর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ,পল্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদ নিলয় রায় বাঁধন, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহম্মেদ সিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম রাকিব প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha