আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৮:০৫ পি.এম || প্রকাশকাল : জুন ২৬, ২০২৩, ৮:৩৫ পি.এম
ভেড়ামারা পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মাহবুব-উল আলম হানিফ
আষাঢ় মাসে পদ্মায় পানি কম। বন্যার পানি আসার আগে পদ্মায় অসময় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অপরিকল্পিত ভাবে ভেড়ামারা বারো মাইল এলাকায় পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। যা দেখে স্থানীয় মানুষ হতভম্ব হয়ে পড়েছে। খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ আজ ২৬জুন সোমবার বিকেলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ।
অনুষ্ঠিত বারো মাইল নদী পাড়ে হাজারো মানুষের উপস্থিতিতে পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন,উপজেলার চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠুর খবর পেয়ে দ্রুত নিজ এলাকায় ছুটে এসেছি। বারো মাইলে নদী পাড়ে এসে দেখলাম কি হারে প্রতিনিয়ত নদী ভাঙছে। সংশ্লিষ্ট পানি সম্পদ দপ্তরে ইতিমধ্যেই কথা হয়েছে। বারো মাইলে নদী ভাঙ্গন রোধকল্পে দ্রুত বাঁধ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। শঙ্কিত হওয়ার কারণ নেই। নদী ভাঙ্গনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। হয়তো ক্ষতি পূরণ করতে পারব না। আর যাতে নদী ভাঙ্গনে ক্ষতি না হয় সেই ব্যবস্থা পানির সম্পদ মন্ত্রী মহোদয়কে জানিয়েছি তিনি কথা দিয়েছেন দ্রুত সুব্যবস্থা নিবেন। ভাঙ্গন এলাকা তালবাড়িয়া, বহলবাড়িয়া ও বারো মাইল এলাকায় নদী ভাঙ্গনের রোধকল্পে সু ব্যবস্থা অবিলম্বে নেওয়া হবে। আর যাতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত না হয় স্থায়ীভাবে নদীতে বাধ দেওয়া হবে।
উল্লেখ্য-ভেড়ামারার বার মাইল এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধকি বিঘা ফসলি জমি। নদী ভাঙ্গনের এমন ভয়াবহ রূপ এর আগে কখনও দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলহাজ্ব জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ডাঃ মোস্তানজিত লোটাস, বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশনআরা সিদ্দীকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha