দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে পদ হারালেন গোপালগঞ্জের আলোচিত-সমালোচিত আ'লীগ নেতা সাইফুল ইসলাম। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গত ২০ জুন ২০২৩ তারিখে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারায় সাইফুল ইসলামকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায় যে, সাইফুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ৩নং যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তিনি সব জায়গায় নিজেকে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিতেন। বিষয়টি নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি উক্ত নোটিশের কোন জবাব না দেওয়ায় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
অপরদিকে আলোচিত-সমালোচিত এই নেতার অব্যাহতি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গোপালগঞ্জের ফেসবুক ব্যবহারকারীরা সাইফুল ইসলামের বিষয়ে বিভিন্ন মন্তব্য লিখে ট্রল করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা সাংবাদিকদের জানান, সাইফুল ইসলাম ওরফে (টিন সাইফুল) পূর্বে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল নেতা ও এম এইচ খাঁন মঞ্জুর প্রধান সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন। বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি তুষার বিএনপি ও পুলিশের হামলায় নিহত হলে এই সাইফুল ইসলাম আওয়ামী লীগের নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চতুর এই টিন সাইফুল গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী লোভী নেতাকে ম্যানেজ করে আওয়ামী লীগে যোগ দেন। পর্যায়ক্রমে বাগিয়ে নেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ।
দলিও পদ থেকে অব্যাহতির বিষয়ে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত পৌরসভা নির্বাচনের রেশ ধরে আওয়ামী লীগের একটি অংশ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাকে দলিয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। আমি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে চিঠি পেয়েই নিজেকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিয়েছি। তিনি আরো বলেন, আমি জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগেই আছি। কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়া আমাকে কেউ দলিয় পদ থেকে অব্যাহতি দিতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।