ফরিদপুরের আলফাডাঙ্গায় ১০টি সিআর ও ৮টি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি সালমা বেগম ও তার বাবা সৈয়দ আশরাফ আলী ওরফে বাবন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার খিলক্ষেত থানার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তারা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের বাসিন্দা।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, ২০১০ সালে বাবা-মেয়ে ‘ক্ষুদ্র পল্লী উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৮টি মামলার আসামি হয়ে গ্রাহকদের ৩৮ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে গ্রাহকের করা১০টি মামলার প্রত্যেকটি এক বছর মেয়াদি সাজা ও ৮টি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আসামিরা গ্রেপ্তার এড়ানোর লক্ষে দীর্ঘদিন ধরে ছদ্মনামে ঢাকায় বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে এলাকার সাথে সম্পর্ক ছিন্ন করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং জেলা পুলিশের নির্দেশনায় আলফাডাঙ্গা থানার এস আই বিনয় বাড়ৈ, মোশারফ হোসেন ও রবিউল ইসলামের যৌথ অভিযানে ঢাকার খিলক্ষেত থানার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
প্রতারক সালমা বেগমের বিরুদ্ধে ৫টি সিআর সাজা এবং ৪টি সিআর পরোয়ানা ও বাবা সৈয়দ আশরাফ আলী ওরফে বাবন আলীর বিরুদ্ধে ৫টি সিআর ও ৪টি সিআর পরোয়ানা রয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মো.আবু তাহের জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে আলফাডাঙ্গা থানা পুলিশ ঢাকা থেকে দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha