পাবনার চাটমোহরের সোমবার(২২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই হয়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে ৭ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, সাজাহান প্রাং এর বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেয়।
এর পর থেকে ওই পরিবারটি কুপি বাতি ব্যবহার শুরু করে। সোমবার রাতে সাজাহান প্রাং ঘরের কুপি বাতি থেকে আগুনের সুত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে আগুন আবুসাঈদ ও কোমেলা খাতুনের ঘরে লেগে যায় এসময় ঘর সহ ঘরে থাকা হাঁস-মুরগি নগদ টাকা আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরে সব কিছু পুরে ছাই হয়ে যায়।
পড়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর কর্মীরা গিয়ে এলাকাবাসির সহযোগীতায় প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha