খুলনা অঞ্চলে কোরবানির পশুর হাটে জাল টাকা তৈরি সিন্ডিকেটের সক্রিয় থাকার আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক । এ কারণে জাল টাকা তৈরি সিন্ডিকেটের অপতৎপরতারোধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিভিন্ন ব্যাংক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী খুলনার আদালতে জাল টাকা উদ্ধার সংক্রান্ত ৫৪৯ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পক্ষ থেকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে প্রেরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে সারা দেশে কোরবানির পশুর হাটে তফসিলি ব্যাংকসমূহ জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার কারণে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিহত করা অনেকাংশেই সম্ভব হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে নোট জালকারী চক্রের সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে। এ বছরও কোরবানির পশুর হাটে জালনোটের লেনদেন রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি তফসিলি ব্যাংকসমূহকে বিনা খরচে জালনোট শনাক্তকারী মেশিনসহ বুথ স্থাপন ও পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে এ অফিসের আওতাধীন জেলায় স্থানীয় সকল ব্যাংককে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। খুলনা ব্যতীত অন্যান্য জেলায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক লি. দায়িত্ব পালন করবে।
চিঠিতে খুলনা রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশকে সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অনুমোদিত কোরবানির পশুর হাটে বুথ পরিচালনাকারী ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা ও সহযোগিতা প্রদান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়।
গত ৪ জুন প্রেরিত এ চিঠিতে স্বাক্ষর করেন ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক (ব্যাংকিং) মো. মোজাম্মেল হক।
জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য তালিকাভূক্ত ব্যাংকগুলো হচ্ছে- সোনালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, যমুনা ব্যাংক লিঃ, আইএফআইসি ব্যাংক লিঃ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (লিড ব্যাংক), স্টেট ব্যাংক অব ইন্ডিয়া খুলনা, শাহাজালাল ব্যাংক লিঃ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ব্যাংক এশিয়া লিঃ, এক্সিম ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক (লিড ব্যাংক), সাউথ ইস্ট ব্যাংক লিঃ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক, উত্তরা ব্যাংক লিঃ, রুপালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ঢাকা ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক (লিড ব্যাংক), মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিঃ, উত্তরা ব্যাংক লিঃ, ন্যাশনাল ব্যাংক লিঃ, ইউসিবিএল খুলনা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, বেসিক ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ব্র্যাক ব্যাংক লিঃ (জোড়াগেট), ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ খুলনা (কৈয়া বাজার হাট), ন্যাশনাল ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ডাচ বাংলা ব্যাংক লিঃ, বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ (আমতলা হাট রুপসা), ইউসিবিএল ব্যাংক লিঃ (লিড ব্যাংক), এনসিসিবিএল, ট্রাস্ট ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ (বাসস্টান্ড হাট রুপসা), সোনালী ব্যাংক লিঃ (লিড ব্যাংক), ওয়ান ব্যাংক লিঃ, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ (দিঘলিয়া হাট, খুলনা), রুপালী ব্যাংক লিঃ খুলনা (লিড ব্যাংক), দি সিটি ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ, সোনালী ব্যাংক লিঃ (ফুলতলা হাট, খুলনা) বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ (লিড ব্যাংক), রুপালী ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ (শাহাপুর ডুমরিয়া হাট, খুলনা), ইস্টার্ণ ব্যাংক লিঃ (লিড ব্যাংক) এবং অগ্রণী ব্যাংক লিঃ (ফুলবাড়ী হাট, খুলনা)।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ জাল টাকা এবং এসব তৈরির অত্যাধুনিক সরঞ্জামসহ মো. সাইফুল জামান (২৯) ও মো. জাহিদুল ইসলাম (৫২) নামে দুজনকে আটক করে র্যাব
অভিযানের পরদিন র্যাব-৬ এর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha