রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনারা যখন রাজধানী মস্কোর দিকে যাওয়ার চেষ্টা করছে সে সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় রয়েছেন তা নিয়ে চলছে জল্পনা।
শনিবার (২৪ জুন) পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে কাজ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক লাইভ প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ বিমানে মস্কো ত্যাগ করেছেন বলে সোশ্যালে গুজব ছড়িয়ে পড়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর বরাত দিয়ে সোশ্যালে কিছু ব্যবহারকারী পুতিনের বিশেষ বিমান আইআই-৯৬-৩০০পিইউ রাশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে মস্কো ছেড়েছে বলে দাবি করেছেন।
তারা বলছেন, পুতিনকে বহনকারী বিমান মস্কোর উত্তর-পশ্চিমের দিকে চলে গেছে। বিমানটি মস্কোর উত্তর-পশ্চিমের তেভার শহরে পৌঁছানোর পর রাডার থেকে উধাও হয়ে যায়।
যদিও বিবিসি বলছে, ওই বিমানে পুতিন ছিলেন কি না তা জানার কোনও উপায় নেই। তবে প্রেসিডেন্ট পুতিন মস্কোর উত্তর-পশ্চিমে লেক ভালদাইতে অবস্থিত বাসভবনে প্রায়ই সময় কাটান এবং রাজধানীতে স্থায়ীভাবে থাকেন না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha