আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৩৭ পি.এম || প্রকাশকাল : জুন ২৫, ২০২৩, ১০:১৮ এ.এম
চাদঁঁপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন আব্দুল হাই মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মোস্তফা কামাল।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এর আগে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে স্থানীয় ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অন্যান্য বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ।
এ সময় ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, চাদঁঁপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব শামসুন্নাহার মহিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে দেশ স্বনির্ভর হচ্ছে। অথচ বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে এদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে তাদের জয় যুক্ত করতে হবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য মোঃ আব্দুল হাই মিয়াকে সভাপতি ও মোঃ মোস্তফা কামাল কে সাধারণ সম্পাদক করে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha