আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশকাল : জুন ২৪, ২০২৩, ২:০৩ পি.এম
ভাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরন, এ্যাম্বুলেন্সে আগুন নিহত -৭

ঢাকা - খুলনা বিশ্বরোডে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কে একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। আজ ২৪ জুন শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস চালিত অ্যাম্বুলেন্সটির চতুর্দিক থেকে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটির চালক লাফ দিয়ে বেরিয়ে পড়তে পারলেও ভেতরে থাকা ৩ শিশু , ২ মহিলা সহ ২ জন পুরুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এনে অ্যাম্বুলেন্সটির ভিতর থেকে সাত জনের কঙ্কাল বের করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে দ্রুত গতির অ্যাম্বুলেন্সটির ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ আগুন ধরে যায়। এ ঘটনায় এ্যাম্বুলেন্সে থাকা ৭ জন ভস্মীভূত হয়েছে। কোনো সিলিন্ডার বিস্ফোরণের তথ্য পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, এ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সাতজনকে নিয়ে রওনা দেয়। পথিমধ্যে দুর্ঘটনাস্থল মালিগ্রাম ফ্লাইওভার উপরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সটির চতুর্দিক থেকে আগুন লেগে যায়। চালক বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে। স্থানীয় জনতা আগুনের তীব্রতার কারণে এ্যাম্বুলেন্সটির কাছে যেতে পারেনি।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা থানা পুলিশ স্থানীয় জনতা মিলে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। অ্যাম্বুলেন্সটি থেকে মোট সাতজনের পুড়ে যাওয়া কঙ্কাল বের করা হয়। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক মৃদুল কে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ মাঠে কাজ করছে । দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha