ফরিদপুরের আলফাডাঙ্গায় রোপা আমন ধানের উফশী জাত ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ৬৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিরতণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহাসহ কৃষি অফিসের কর্মকর্তা ও উপজেলার প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকতা তুষার সাহা বলেন,উপজেলার কৃষি অফিসের তালিকাভূক্ত ৬৫০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। জন প্রতি বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।