আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ৬:৫৮ এ.এম || প্রকাশকাল : জুন ২১, ২০২৩, ৮:২৭ পি.এম
অজ্ঞান ম্যাশিনের গ্যাস শেষ হওয়ায় আদ-দ্বীন হাসপাতালে নারীর মৃত্যুর কারণ
এবার কুষ্টিয়ায় বেসরকারী হাসপাতাল আদদ্বীনে চিকিৎসকের ভূলে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এনিয়ে হাসপাতালে ঘটে গেছে তুলকালাম কান্ড। অপারেশন থিয়েটারেই চিকিৎসকের ওপর হামলা চালায় রোগীর স্বজনেরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবী ভূল অপারেশনে নয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই নারী। গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পিত্তথলিতে পাথর অপসারনের জন্য কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতাল অপারেশন থিয়েটারে নেয়া হয় কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন(৪০) নামে এক গৃহবধূকে।
হটাৎ বেলা ১১টার দিকে অপারেশন থিয়েটার থেকে তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী মান্নান হার্ট সেন্টারে। হাসপাতাল কৃর্তপক্ষ জানায় আগেই মারা যায় রোগী। নারীর মৃত্যু সংবাদে তার স্বজনেরা অপারেশন থিয়েটারে হামলা চালায়। এ সময় লাপাত্তা দেন অপারেশনে নিয়োজিত চিকিৎসক আমিরুল ইসলাম ও আনেসথেসিয়লজিষ্ট আব্দুর রহমান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
রোগীর স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চিকিৎসকের ভূলে নয়, নারীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে এবং তা অপারেশনের আগেই। যদিও কর্তব্যরত নার্স জানায় অপারেশন চলাকালীন সময়েই মৃত্যু হয় রোগীর। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, আনেসথেসিয়ান ডাঃ আব্দু রহমান অজ্ঞানের ম্যাশিনে গ্যাস শেষ হয়েগিয়েছিল বলে রোগী শ্বাস নিতে পারেনি ফলে তার মৃত্ব্য হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষনাৎ ছুটে আসেন কুষ্টিয়া বিএমএ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন ও স্থানীয় পৌর কাউন্সিলর নাইমুল ইসলামসহ স্থানীয় কয়েকশত মানুষ। তাদের ভাষ্য রোগীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পুলিশ বলছে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যুর অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবী তাদের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha