আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশকাল : জুন ২১, ২০২৩, ১:১৭ পি.এম
নড়াইলে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নড়াইলে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন (বুধবার) বেলা সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে নিজস্ব হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) মোঃ ফকরুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সামছুর রহমান, হিসাব রক্ষক মাহমুদ হোসাইন প্রমূখ। দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন মাদ্রাসার ১৪ জন শিক্ষক সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত অংশগ্রহন করছে।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করেছিলেন। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প হয়েছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা চালু করায় তার সুফল আপনারা আমরা ভোগ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha