আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৬:৫৪ পি.এম || প্রকাশকাল : জুন ২১, ২০২৩, ১২:১৭ পি.এম
নাগেশ্বরীতে কৃষি মেলার উদ্বোধন ও কৃষকদের মাঝে মিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২২ ২০২৩ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় নাগেশ্বরী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষিবিদ শাহরিয়ার হোসেনের পরিচালনায় উপজেলা চত্তরে কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, ইকবাল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, , পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই ভুট্টুসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha