দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর মঙ্গলবার (২০ জুন) বৃক্ষরোপণ বিশেষ দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক পাংশা শাখাসহ পাংশা এরিয়ার ১২টি শাখা অফিসে একযোগে সদস্যদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার সময় গ্রামীণ ব্যাংক পাংশা শাখা অফিসে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়া ম্যানেজার মো. রায়হান উদ্দীন। এ সময় গ্রামীণ ব্যাংক পাংশা শাখার ম্যানেজার মো. বিশারত আলী, সেকেন্ড ম্যানেজার অসীম কুমার দাসসহ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়া ম্যানেজার মো. রায়হান উদ্দীন বলেন, ১জুন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ১জুন গ্রামীণ ব্যাংক ফরিদপুর জোন কার্যালয়ে জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। গ্রামীণ ব্যাংক সারা দেশে ২কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
এ লক্ষ্যে ২০ জুন ১ম বৃক্ষরোপণ বিশেষ দিবস হিসেবে গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়ায় ৭লাখ ৫০ হাজার ৮শ’ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক পাংশা শাখাসহ পাংশা এরিয়ার মৌরাট শাখা, হাবাসপুর শাখা, খানগঞ্জ শাখা, মাছপাড়া শাখা, কালুখালী শাখা, কুমারখালী শাখা, গয়েশপুর শাখা, খোকসা শাখা, কশবামাজাইল শাখা, জয়ন্তীহাজরা শাখা ও পাট্টা শাখায় সদস্যদের মাঝে একযোগে গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha