আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে নয়। বি এন পি সহ সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলেই, তবে সম্পূর্ণ নিজের শক্তির উপর ভর করে নির্বাচনে অংশ নেবে দলটি। সোমবার (২০ জুন)ফরিদপুরের বোয়ালমারীতে এক কর্মী সম্মেলনে এমনই আভাস দিয়েছেন এ আসনে (ফরিদপুর-১)দলটির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হাবিবুর রহমান।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালমারী পৌরসভার ৪ টি ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতার পালা বদলে বিশ্বাসী দলটি দেশের বৃহৎ স্বার্থে যুগপৎ আন্দোলনে ঐক্যমত পোষণ করলেও জোটবদ্ধ নির্বাচনে আগ্রহী নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পৃথক ভাবে অংশ নিয়ে নিজেদের শক্তি-সামর্থ্যের পরিক্ষা দেওয়ার লক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি।
হাবিবুর রহমান বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করে। কোন বিশেষ দল বা গোষ্ঠির দয়া-দাক্ষিণ্যে নয়।আমরা আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষি নই।জামায়াতে ইসলামী রাষ্ট্র ও সমাজের সর্বত্র কুরআন-সুন্নাহর প্রতিষ্ঠার মাধ্যমে ঘুষ-দূর্নীতি,শোষণ-নিপীড়ন,বৈষম্যহীন একটি সর্বাধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ার সপ্ন দেখে। তাই পৃথিবীতে যতদিন কুরআন-সুন্নাহ থাকবে ততদিন জামায়াতে ইসলামীর রাজনীতিও থাকবে। কোন অপশক্তি ফুঁৎকার দিয়ে এ দলের রাজনীতি মুছে ফেলতে পারবেনা। যেমনটি পারেনি বর্তমান আওয়ামীলীগ সরকার। দীর্ঘ ১৫ বছর ধরে তারা অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর হত্যা,গুম,জুলুম-নির্যাতন চালিয়েও দলটির অগ্রযাত্রা বিন্দুমাত্র দমাতে পারেনি। আর কোনদিন পারবেওনা। কারন, ইমানী শক্তিতে বলিয়ান জামায়াতের নেতাকর্মীরা দমন-পীড়নে দমে যায়না বরং উল্টো শক্তি সঞ্চয় করে আরো বেগবান হয়।
বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী,মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আলীমুজ্জামান,মধুখালী পৌর আমীর মাওলানা রেজাউল করিম ও বোয়ালমারী পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha