আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৮:৩১ পি.এম || প্রকাশকাল : জুন ২০, ২০২৩, ৭:২০ পি.এম
বাঘায় প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে আহত পিতা-পুত্র হাসপাতালে
রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পাকুড়িয়া গ্রামের আমিরুল ইসলাম বাদি হয়ে একই উপজেলার পাকুড়িয়া গ্রামের নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার (২০ জুন) বাঘা থানায় লিখিত অভিযোগ করে ছেন।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার পানিকামড়া বাজারে অতর্কিত আক্রমন চালিয়ে আমিরুল ইসলাম ও তার পিতা কামাল হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে,প্রতিপক্ষ নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ অজ্ঞাতরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে।
বাদি আমিরুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ ডিসেম্বর পাকুড়িয়া প্রামের কাইয়ুম সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৪২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে র্যাব-৫। এ বিষয়ে র্যাবের দায়েরকৃত মামলায় পানিকামড়া দক্ষিণপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে শাকিল হোসেনকে আসামী করা হয়।
পলাতক আসামী শাকিল হোসনকে প্রায় দেড় মাস আগে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এরপর থেকে শাকিলের পরিবার তাকে (আমিরুল) সন্দেহ করে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিল। আমিরুল ইসলামের দাবি সেই জেরে তাকে ও তার পিতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল করিম জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha