আজকের তারিখ : মে ১০, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশকাল : জুন ২০, ২০২৩, ৬:৩১ পি.এম
ফরিদপুরে রথযাত্রা অনুষ্ঠান পালিত

ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
এ উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গন হতে রথ যাত্রা উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি শহরতলীর ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়িতে গিয়ে শেষ হয়।সেখানে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ১১ টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা হতে একটা রথ শহর প্রদক্ষিণ শেষে শ্রীধাম শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয় ।
আজ বিকাল চারটায় শহরের শোভারামপুরের ইসকন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল কুমার দাস, সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি , জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, মানব সাহা, প্রমূখ।
এরপর একটি রথ শহর প্রদক্ষিণ করে।
এদিকে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের উদ্যোগে নয়দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha