আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশকাল : জুন ২০, ২০২৩, ৪:২৯ পি.এম
কানাইপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফরিদপুরের কানাইপুর গ্রামীণ ব্যাংক শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
“গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার কানাইপুর গ্রামীণ ব্যাংক শাখার একত্রিশ হাজার চারশত সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত গ্রামীণ ব্যাংক কানাইপুর শাখার আওতায় পর্যায়ক্রমে এসব গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক কানাইপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ মঈনুল ইসলাম,সেকেন্ড ম্যানেজার মো: বাবুল হোসেন,অফিসার মো: রফিকুল ইসলাম,মো: সোহেল রানা প্রমুখ।
এসময় গ্রামীণ ব্যাংক কানাইপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ মঈনুল ইসলাম সদস্যের হাতে তিনটি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছে চারা লাগানোর আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha