আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশকাল : জুন ১৯, ২০২৩, ৪:২৮ পি.এম
আদালত ভবন থেকে লাফ দেওয়া সেই কনস্টেবল গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজিরা দিতে আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে সিরাজগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক মতলুবুল আলম বাদী হয়ে ৩০৯ ধারায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সদর থানার ওসি হুমায়ুন করিব জানান, মামলা দায়েরের পর রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা কনস্টেবলকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কনস্টেবল আব্দুর রাজ্জাক রনি (২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। তিনি ঢাকার উত্তরায় এপিবিএন শাখায় কর্মরত।আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের ১ মার্চ রনির স্ত্রী তিথি আক্তার বন্যা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। রবিবার (১৮ জুন) ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয় পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস-মীমাংসার উদ্যোগ নেন।প্রথম দিকে আব্দুর রাজ্জাক রনি তাতে রাজি হন। এ অবস্থায় উভয় পক্ষকে বোঝানোর জন্য কয়েক দফা সময় দেওয়া হয়। কিন্তু পুলিশ সদস্য রনি তবুও মীমাংসায় রাজি হননি।
এক পর্যায়ে ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।ঘটনার পর রাতে ওই কনস্টেবলের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারক।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha