ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে লাভলু শেখ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৮জুন) রাত দশটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। উপজেলার চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির কৃষকের মৃত্যুর ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কৃষকের বাড়ী চর হরিরামপুর ইউনিয়নের ছমির বেপারীরডাঙ্গী গ্রামে।তার স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
লাভলুর বড় ভাই বাবলু শেখ(৪২) এর সাথে কথা বলে জানা যায় বাড়ীর পার্শবর্তী কোলে বর্ষার জোয়ারের নতুন পানি প্রবেশ করায় তার ছোট ভাইয়ের নৌকা ডুবে যায়। ঘটনার দিন নৌকা পাড়ে তুলতে যায় লাভলু। সে সময় তার বা পায়ের হাটুতে সাপে কামড় দেয়।
এসময় সে কোন সাপ দেখতে না পেয়ে কোন কিছুর খোঁচা লেগেছে বলে মনে করেন এবং বাড়ী চলে আসে।
রাত আটটার দিকে তার চোখে ঘুমের জড়তা, মাথা ঘোরা সহ বমি হয়। তখন পরিবারের সদস্যরা দ্রæত তাকে ফরিদপুরে নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পথিমধ্যেই মৃত্যু ঘটে লাভলুর।ধারনা করা হচ্ছে বিষাক্ত কোন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।