আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশকাল : জুন ১৮, ২০২৩, ৯:৫৭ পি.এম
খোকসায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার নগদ অর্থ লুট

কুষ্টিয়ার খোকসায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাড়ির লোকদের মাথায় ও গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শনিবার গভীর রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার কালিবাড়ি গ্রামে শ্রী অসীম পাল সুভাষের বাড়িতে এ ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের মাথায় ও গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে, নগদ টাকা, স্বর্ণালংকার, ১ টি ল্যাপটপ, ৬টি মুঠোফোন লুট করে নিয়ে গেছে। গৃহকর্তার দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা।
গৃহকর্তা শ্রী অসীম পালের স্ত্রী বলেন, রাতের খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে যান। আনুমানিক রাত দুইটার দিকে ০৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। কালো কাপড় দিয়ে মুখ বাঁধা। তাঁদের কাছে পিস্তল, রামদা, ছুরি ও বোটি ছিল। প্রথমে ডাকাত দল তাঁর ছোটদার ঘরে ঢোকে। এরপর সবাইকে ঘুম থেকে ডেকে তোলে।
অসীম পাল সুভাষের ভাষ্য, বড়দার কক্ষে ঢুকে ডাকাত দল তাঁর হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর বাড়ির লোকজনের মাথায় ও গলায় অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ডাকাত দল ঘরের কক্ষগুলোর বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৭৫ হাজার টাকা, ১টি ল্যাপটপ,৬ টি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে, খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, তাৎক্ষনিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেছি, ডাকাতি ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি ,ডাকাত সদস্য কে দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
গত কয়েকদিন খোকসা সীমান্ত এলাকাসহ শেখপাড়া বিহারিয়া, মাসিলিয়া আমতলা এবং সিংহরিয়া এলাকায় বিভিন্ন ডাকাত চোরের উপদ্রব বেড়েছে বলে এলাকাবাসী দাবি করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha