আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫৩ এ.এম || প্রকাশকাল : জুন ১৮, ২০২৩, ৯:৩৫ পি.এম
আত্রাইয়ে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম।
এ সময় আরো উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি, সাংবাদিকবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি বলেন, এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাসের বয়সী ২ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজার ৫০০জন মোট ২৬ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবং উপজেলায় এক দিনের এই ক্যাম্পেইনে মোট ১৯৩ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন 'এ'প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha