প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এবার গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন।
শুক্রবার (১৬ জুন) সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে ওঠার সময়ই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।
শনিবার (১৭ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সুমন দাস। এর আগে শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ধানবান্ধি মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদ। তিনি বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য সমাবেশে হত্যার হুমকি দেওয়ায় আমি তার বিরুদ্ধে মামলা করেছি। ’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111