আজকের তারিখ : জুলাই ১, ২০২৫, ১২:৩৫ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৪, ২০২১, ৫:১৫ পি.এম
আপনাদের সবার সহযোগিতা পেলে অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে ……ডিডি মোঃ জাকারিয়া ।

কুষ্টিয়ার খোকসা উপজেলা কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা দুর্নীতি দমন কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাফিউল্লাহ।
এছাড়াও উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক তাফিকুল ইসলাম, সাবেক খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আখতার বানু, জয়ন্ত রায় বিটু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শিক্ষক তাহের হোসেন টুকু প্রমুখ।
প্রধান অতিথি উপ-পরিচালক জাকারিয়া বলেন বর্তমান সরকার দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন তাই আপনাদের সর্বস্তরে সহযোগিতা পেলে অবশ্যই দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে না পারলেও সহনশীল অবস্থায় আনা সম্ভব হবে। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha