আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশকাল : জুন ১৭, ২০২৩, ৪:১০ পি.এম
নগরকান্দায় জলাশয় থেকে কচুরিপানা অপসারণের উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দা বিভিন্ন জলাশয় থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করে নগরকান্দা উপজেলা প্রশাসন।
প্রথম দিনে কচুরিপানা অপসরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন স্তরের প্রায় দুইশতাধিক লোক স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয়।
এ সময় ঐ পুকুরের পাড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন টিপু মিয়া সহ বিভিন্ন স্তরের জনগণ। উপজেলার কুমার নদ সহ বিভিন্ন ডোবা, খাল, নালায় কচুরিপানায় আবর্জনায় পানি নষ্ট হচ্ছে। তাই কচুরিপানা অপসারণ অভিযান কর্মসূচি পর্যায়ক্রমে চলবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha