আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ২:২৬ পি.এম || প্রকাশকাল : জুন ১৬, ২০২৩, ৯:১৬ পি.এম
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় আকিজ জুট মিলের ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৬ জুন ) বিকাল সাড়ে পাঁচটার সময় ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকাপ (ঢাকা মেট্রো ন- ১৯৩৯৫৩) ২ শ্রমিককে চাঁপা দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার সময় তাদের মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানা রোড গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোক্তার শেখ (৪২) এবং যশোর জেলার নওয়াপাড়ার অভয়নগরের আজহার মোল্যার ছেলে মিজানুর রহমান মিঠু।
আকিজু জুট মিলের ম্যাকানিক্যাল সুপার ভাইজার তারিকুজ্জামান রাতুল জানান, আমাদের এখানকার দুই কর্মচারী পুরাতন মুকসুদপুর থেকে জুট মিলে আসার পথে একটি পিকআপ ভ্যান তাদের চাঁপা দিয়ে চলে যায়। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান আকিজ জুট মিলের ২ শ্রমিককে চাঁপা দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরবর্তীতে মা ফিলিং ষ্টেশনের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়। এই ঘটনায় কাউকে এখোনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। ভাংগা হাইওয়ে থানা পুলিশ মামলাটি তদন্ত করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha