কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে লাইন পরিবর্তন করার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সাথে ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাজশাহী হতে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসটি ট্রেননি সারর্টিং (লাইন পরিবর্তন করা) করার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আপাতত জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারি রিফিল ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫