আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩৩ পি.এম || প্রকাশকাল : জুন ১৬, ২০২৩, ৭:৫৯ পি.এম
ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবলে ফাইনাল খেলার উদ্বোধন
ফরিদপুর- ৪ আসনের এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন আজ শুক্রবার বিকাল চারটায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এঁর সভাপতিত্বে স্থানীয় ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বতর্মান সরকার দেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন স্টেডিয়াম নির্মাণ করছে। এছাড়াও দেশের যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কাজ হতে দূরে রাখার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha