আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশকাল : জুন ১৫, ২০২৩, ৯:১৮ পি.এম
ট্রেনে কাটাপড়ে বাঘায় যুবকের মৃত্যু

বাঘায় ট্রেনে কাটা পড়ে মতিউর রহমান (২২) নামের এক যুবক মারা গেছে। সে ঝিনা রেলগেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার আড়ানী ইউনিয়নের আড়ানী স্টেশনের পূর্বে দিকের ঝিনা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে গিয়ে বসেন মতিউর রহমান। এ সময় ঈশ্বরর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনটি রেলগেট এলাকায় আসলে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। কর্মজীবনে ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন তিনি।
স্থানীয় মেম্বার তুজাম উদ্দিন জানান, বছর দুয়েক আগে বিয়ে করে মতিউর রহমান।
বিয়ের পর সাংসারিক বিবাদে স্ত্রী আজমিরা খাতুন দুই মাসের সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও পারেনি। নানান কারণে মানষিক সমস্যায় ভূগছিলেন মতিউর রহমান । মা রঙ্গিলা বেগম কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, বউ আসতে না চাওয়ায় মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছে।
এ বিষয়ে ঈশ্বরর্দী রেলওয়ে থানার উপ-পরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha