আজকের তারিখ : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশকাল : জুন ১৫, ২০২৩, ৫:৫৯ পি.এম
ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের আয়োজিত আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে. এম হাসিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আসজাদ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।
সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এনটিভি জেলা প্রতিনিধি সঞ্জীব দাস, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সেমিনার অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ঢাকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha