আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩৯ পি.এম || প্রকাশকাল : জুন ১৪, ২০২৩, ৮:০৩ পি.এম
মায়ের পরকিয়ার জের ধরে মেয় সহ দুই জনকে কুপিয়ে হত্যাঃ আটক ১

নোয়াখালীর সদর উপজেলা মাইজদী হরিনারায়নপুর বার্লিংটন এলাকায় মায়ের পরকীয়ার জের ধরে মা এবং মেয় সহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আটক ব্যাক্তি ওমান প্রবাসি আলতাফ হোসেন (২৮) ।
বুধবার সন্ধা ৬.৩০ ঘটিকায় এ তথ্য নিশ্চিত করের নোয়াখালী জেলা পুলিম সুপার মো: শহিদুল ইসলাম।
এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখচ্ছে বলে জানান পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম ।
সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন - নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আলম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪০) ও তারএসএসসি ফলপ্রার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬) ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায় , সকালে ২য় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থা দরজার সামনে আসে। পরে দরজা খুরে দিলে সে মেঝেতে পড়ে যায়।
তাদের সহয়তা রক্তাক্ত অবস্থা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তারা আরও জানা , ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালায় ।পরে তাকে প্রায় ২০০ মিটার দূরে ধাওয়া করে আটক করে তারা। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্তে ভেজা ছিলো।
পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলায় বাসায় গিয়ে দেখে তার মা নুর নাহার রক্তাক্ত অবস্থায় একটি রুমে পড়ে রয়েছেন।
এ ঘটনায় সোনাপুর-মাইজদী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে প্রায় হাজারেরও বেশী স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha