কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর বুধবার বেলা সোয়া ১১টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ৫শ’ গজ দূরে ভেসে উঠে তার লাশ।
এরপর নৌবাহিনীর ডুবুরি ও পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে গত সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার গড়াই রেলসেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।
ওই সময় তানভীরের আরো আটজন বন্ধুও নদীতে নেমেছিলেন। তবে তাদের মধ্যে পাঁচজন সাঁতরে নদীর তীরে উঠেন এবং ৩ জন তলিয়ে যেতে থাকেন। তখন স্থানীয়রা খুলনার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীর ছেলে ঐশ্বর্যসহ দু’জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও তানভীর নিখোঁজ থেকে যান। তানভীরের বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়।
তিনি বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও কুমারখালী পুলিশ জানায়, গত সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ শিক্ষার্থী মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। পরে সেখান থেকে তারা কুষ্টিয়ায় লালন শাহের আখড়ায় আসেন। এরপর তাদের মধ্যে ৯ জন শহরতলী লাহিনীপাড়া এলাকায় গড়াই রেলসেতুর নিচে নামেন গোসল করতে।
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন জানান, তানভীর নিখোঁজের পর গত ৪৩ ঘণ্টা ধরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস, খুলনা ও ঢাকা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সোয়া ১১টার দিকে উদ্ধার অভিযান চলা অবস্থায় লাশ ভেসে উঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha