মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালীদহ গ্রামে, এতিম সাগর সেখ (২৯) এর মাঠের ধানী জমি দখল করে ভোগদখল করছে তার চাচাতো চাচার ভাইগণ। বরালীদহ মৌজার ১৬ শতক মাঠের ধানী জমি আর এস খতিয়ান নং- ৮৯৭, দাগ নং- ৯০৭৯ এই জমির মালিক মৃত দুলাল সেখ, পিং- আশু সেখ, ডাকঘর- রাধানগর, শ্রীপুর-মাগুরা।
এতিম সাগর সেখ বলেন তার চাচা খেজের শেখের ছেলে আকবর শেখ, আক্কাস শেখ, বক্কার শেখ, নেকবার শেখ, ছোকন শেখ ও লিটন শেখ জোর করে ১৬ শতক জমি দখল করে ফসল উৎপাদন করে ভোগ করে যাচ্ছে। আশু সেখ এর পালিত কন্যা মতি বেগম, স্বামী- জুমারত খান অথ্যাৎ সাগর সেখ এর ফুফা ও ফুফু বলেন, এতিম সাগর সেখের জমি দখল করে আছে তার চাচাতো ভাইরা।
এই নিয়ে প্রতিবাদ করলে সাবেক পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা আক্কাস আলীর সামনে নাকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার এলাহি আমার প্রাণে মেলে ফেলার জন্য ১০-১৫ জনের সামনে দুই হাত দিয়ে গলা চিবিয়ে ধরে। মেম্বার এলাহি মনে করে আমি ও আমার স্বামী জুমারত খান তার এই ১৬ শতক জমি আমাদের নামে লিখে নিবো।
মতি বেগম ও জুমারত খান সাংবাদিকের সামনে ভিডিও বক্তব্য বলেন, মেম্বার এলাহি মনে করে এতিম এই সাগরের ১৬ শতক জমি আমরা লিখে নিবো কিন্তু আমরা কখনও এতিম মা-বাপ হারা সাগরের জমি লিখে নিবো না। তাকে তো আমরা ছোট বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তারা আরও বলেন সাগর হলো অত্যন্ত সহজ সরল ও ভালো স্বভাবের ছেলে, সে এখন প্রায় ৩ মাস ধরে আমাদের বাড়িতে থাকে।
তার বসত বাড়িতে ৮ শতক বাস্ত জমি এবং মাঠে তার পিতা দুলালের নামে আরও অনেক জমি দখল করে আছে এলাকার ভূমি দস্যুরা। এ ব্যাপারে নাকোল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সদস্য এলাহি বলেন, মতি বেগম ও তার স্বামী জুমারত খান ও তার ছেলেরা আমার মনে হচ্ছে এতিম সাগরের জমি আত্মসাৎ করে নিতে পারে।