জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ প্রতিনিধি সভা করেছে উপজেলা কৃষক লীগ। সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ।
বাংলাদেশ কৃষক লীগের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ মিয়ার সভাপতিত্বে প্রধান ও বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫