আজকের তারিখ : জানুয়ারী ১১, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশকাল : জুন ১৪, ২০২৩, ৪:০২ এ.এম
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীসহ অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন। আগের বছরগুলোতেও তিনি আম উপহার পাঠিয়েছিলেন।
এ বছর উপহারের ঝুড়ি সাজানো হয়েছে হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম দিয়ে। রাজশাহী অঞ্চল থেকে ওই আমগুলো সরাসরি সংগ্রহ করা হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছা হিসেবে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাঁদের জন্য দুই হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha