আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪৭ পি.এম || প্রকাশকাল : জুন ১৩, ২০২৩, ১২:৪৩ পি.এম
ফরিদপুরে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সদর উপজেলার সাদীপুরের আলিম মৃধাকে নির্মম ভাবে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ।
গত ২ জুন রাতে বাড়ি ফেরার পথে পূর্ব শক্রতার জের ধরে (জমি সংক্রান্ত) কয়েক জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে আলিমকে। এই ঘটনায় পরের দিন ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করে আহতের ভাই মনিরুজ্জামান মৃধা ।
আলীম মৃধা সাদিপুর এলাকার মৃত ওয়াজেদ আলী মৃধার ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কয়েকশ বিক্ষুব্ধ এলাকাবাসী আলীমকে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, মনিরুজ্জান মৃধা, হাতেম মৃধা, বাশার মৃধা, সুলতানা পারভিন।
বক্তরা বলেন, আসামীরা প্রকাশ্য নির্মম ভাবে লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আমরা এই হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি স্থানীয় প্রশাসনের কাছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha